বিএসএমএমইউর অধ্যাপক করোনায় আক্রান্ত নিউজ নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ফল আসার পর সংশ্লিষ্ট বিভাগটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ইতিপূর্বে তাঁর সংস্পর্শে সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’ জানা গেছে, বিএসএমএমইউর চর্ম ও যৌন রোগ বিভাগের ওই অধ্যাপক আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফলাফল আসার পূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার সহযোগীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: